যশোরঃ সদর উপজেলার বোলপুরে ছুরিকাঘাতে আহত সিএনজি চালক রাশেদ আহমেদের (২৮) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পর রাতে তিনি মারা যান। তিনি বোলপুরের আব্দুল মালেকের ছেলে।
স্বজনরা জানিয়েছেন, গত ১৯ আগস্ট রাত ৮ টা দিকেবোলপুর গ্রামের খোকনের ছেলে মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম নেতৃত্বে বোলপুর ব্রিজের পাশে রাশেদকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করা হয়। তার চিৎকারে একই গ্রামের আবু জাফরের ছেলে সাগর এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে মনিরুল। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাশেদের অবস্থার অবনিত হলে ২০ আগস্ট রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। সেখান থেকে ৩১ আগস্ট ছাড়পত্র নিয়ে বাসায় ফেরে। রাত ৮ টার দিকে তার অবস্থার অবনতি হয়। রাত সাড়ে ৮ টায় রাশেদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মাদক কারবারীর ঘটনায় দুর্বৃত্ত মনিরুল কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছে। গত সপ্তাহে বেনাপোলে সে গাঁজাসহ আটক হয়। এরপর জামিনে বেরিয়ে আসে। রাশেদ খুনের ঘটনায় মনিরুলকে আসামি করে মামলা করবেন বলে স্বজনরা জানিয়েছেন।